পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব/তাৎপর্য
১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে গণ্য হয়। ১৫২৫ খ্রিস্টাব্দে বাবর সসৈন্যে কাবুল থেকে যাত্রা করে পাঞ্জাবে প্রবেশ করেন। যুদ্ধে দৌলত খাঁ পরাজিত হন। এর পর বাবর দিল্লি অভিমুখে যাত্রা শুরু করলে সুলতান ইব্রাহিম লোদি তাঁকে পানিপথের প্রান্তরে বাধা দেন। উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইব্রাহিম নিহত হন এবং বাবর যুদ্ধে জয়লাভ করেন। ভারতের ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ । ১৫২৬ খ্রিস্টাব্দের এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের আদি মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক কালের আবির্ভাবের পূর্ব সূচনা ঘটে ।
প্রথমতঃ ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে মুঘল বংশীয় কাবুলের অধিকর্তা বাবরের যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে সুলতান ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হন। সুলতানের মৃত্যুর সাথে সাথে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। প্রায় ৩২০ বছরের স্থায়ী সুলতানি শাসনের অবসান ঘটার ফলে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। আগ্রা থেকে জৌনপুর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মুঘল কর্তৃত্ব স্থাপিত হয়। তাই ঐতিহাসিক আর এস. ত্রিপাঠী-এই যুদ্ধকে এক চূড়ান্ত ক্ষমতা নির্ণায়ক যুদ্ধ (A decisive war) বলে অভিহিত করেছেন। আবার সতীশচন্দ্র মন্তব্য করেছেন যে ভারতের ইতিহাসে চূড়ান্ত যুদ্ধগুলির মধ্যে পানিপথ অন্যতম।
দ্বিতীয়তঃ ১৫২৬ খ্রিস্টাব্দে যুদ্ধক্ষেত্রে বাবর প্রথমবার কামান এবং গোলাবারুদের ব্যবহার করেন। কামান ও গোলাবারুদের ব্যবহারের ফলেই বাবর অত্যন্ত অল্প সংখ্যক সৈন্য নিয়ে ইব্রাহিম লোদির সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন। যুদ্ধে কামান ও গোলাবারুদের প্রথম ব্যবহরের জন্য ১৫২৬ খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর হিসাবে উল্লেখযোগ্য।
তৃতীয়তঃ কাবুলের অধিপতি বাবর দিল্লি ও আগ্রা অধিকার করেন। এ দেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে আবার মধ্য এশিয়ার যোগাযোগ স্থাপিত হয়।
প্রথম পানিপথের যুদ্ধ দ্বারা ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। বাবর মারা যাওয়ার আগে মুঘল সাম্রাজ্যকে শক্ত ভিতের উপর স্থাপন করে যেতে পারেননি। বাবরের পুত্র হুমায়ুন ভারতে আফগান শক্তির বিরুদ্ধে বিফল হন। হুমায়ুন পরবর্তী কালে ভারতে মুঘল সাম্রাজ্য পুনঃস্থাপন করেন। কিন্তু তখনও মুঘল- আফগান দ্বন্দ্বের অবসান হয়নি। মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে পানিপথের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে ১৫৫৬ খ্রিস্টাব্দে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন