আইন প্রবর্তনের কারণ
এই শাসনসংস্কার আইনটির পটভূমি বিশ্লেষণে দেখা যায় — (১) ১৯০৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরটি অধিবেশনে নরমপন্থী বা মডারেটদের পাশাপাশি চরমপন্থী বা এক্সট্রিমিস্টদের উদ্ভব ঘটে। এই দ্বন্দ্বকে কাজে লাগানোর সুযোগ পায় ব্রিটিশ। (২) সশস্ত্র বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ও মহারাষ্ট্রে গোপন বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা ও প্রকাশ্যে রাজনৈতিক হত্যার ঘটনা শুরু হয়, যা ব্রিটিশের কাছে ছিল সন্ত্রাসবাদ। (৩) আগাগোড়াই মুসলিম নেতারা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেছিল বা জাতীয় কংগ্রেস থেকে দূরে সরেছিল। ১৯০৬ খ্রি. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় এবং তারা পৃথক নির্বাচনের দাবি জানায়। তারা ব্রিটিশের কাছ থেকে কিছু সুযোগসুবিধা পাওয়ার আশায় দিন গুণছিল। (৪) ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লিগের প্রতিষ্ঠা হলে আগা খাঁর নেতৃত্বে ৩৫ জনের একটি মুসলিম প্রতিনিধি দল বড়োলাট মিন্টোর সঙ্গে দেখা করে আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চবোল্ড- এর লেখা এক স্মারকলিপি জমা দেন ও মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের অধিকারসহ বেশ কিছু সুযোগসুবিধার দাবি জানান। অপরদিকে ভারতবাসীর স্বায়ত্তশাসনের দাবি ক্রমশ উত্তাল হয়ে উঠতে শুরু করলে ব্রিটিশ মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তন করে।
আইনের শর্তাবলি
১৯০৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত মর্লে-মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলির দুটি দিক ছিল। যথা—কার্যনির্বাহক পরিষদ এবং আইন পরিষদ।
[1] কার্যনির্বাহক পরিষদ : মর্লে-মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনে কেন্দ্রে এবং বিভিন্ন প্রদেশে কার্যনির্বাহক পরিষদ গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়।
i. কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ: এই আইন অনুসারে কেন্দ্রে বড়োলাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই হিসেবে প্রথম ভারতীয় সদস্য হিসেবে নিযুক্ত হন সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।
ii. প্রাদেশিক কার্য নির্বাহক পরিষদ: মলে-মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইন অনুসারে প্রতিটি প্রাদেশিক পরিষদেও একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রভৃতি প্রদেশের গভর্নরের কার্যনির্বাহক পরিষদের সদস্য সংখ্যা ১ থেকে বাড়িয়ে ৪ জন করা হয়। কিন্তু বিষয়টি বাধ্যতামূলক ছিল না। রাজা কিশোরীলাল গোস্বামীকে বাংলার কার্যনির্বাহক পরিষদের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।
[2] আইন পরিষদ: মর্লে-মিন্টো আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের গঠন ও ক্ষমতার বিষয়ে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়।
i. কেন্দ্রীয় আইন পরিষদ : কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৬০ জন করা হয়। এই আইন পরিষদ বাজেট তৈরি, বাজেট পাস, বাজেট সম্পর্কে আলোচনা, ভোটদানের অধিকার এবং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা পায়। কেন্দ্রীয় আইন পরিষদে মুসলিম সম্প্রদায়কে আলাদাভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়।
ii. প্রাদেশিক আইন পরিষদ: প্রাদেশিক আইন পরিষদগুলির সদস্য সংখ্যা ৩০ থেকে ৫০-এর মধ্যে রাখা এবং নির্বাচিত সদস্য সংখ্যার তুলনায় মনোনীত সদস্যদের সংখ্যা সর্বদা বেশি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিষদগুলিও বাজেট তৈরি, বাজেট পাস, বাজেট সম্পর্কে আলোচনা ও ভোটদানের অধিকার পায়। গভর্নর- জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণ তাঁদের অপছন্দের যে-কোনো সদস্যকে আইন পরিষদ থেকে অপসারণের অধিকার পান।
আইনের বৈশিষ্ট্য
মর্লে-মিন্টো সংস্কার আইনের দুটি অংশ ছিল—
[1] কার্যনির্বাহক পরিষদ : এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট ছিল — (১) বড়োলাটের কার্যনির্বাহক পরিষদে একজন ভারতীয় স্থান পান। তিনি হলেন রায়পুরের জমিদার ব্যারিস্টার সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। তিনি বড়োলাটের আইন সচিব নিযুক্ত হন। (২) এ ছাড়াও মাদ্রাজ ও বোম্বাইয়ের কার্যনির্বাহক পরিষদের সদস্যসংখ্যা বৃদ্ধি করে ২থেকে ৪ করা হয়। (৩) বাংলার ছোটোলাটের জন্যও তৈরি হয় একটি কার্যনির্বাহক পরিষদ, যাতে স্থান পান শ্রীরামপুরের জমিদার রাজা কিশোরীলাল গোস্বামী।
[2] আইন পরিষদ : কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় আইন পরিষদেই পরিবর্তন আনা হয়। (১)কেন্দ্রীয় পরিষদে সদস্যসংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৬০ করা হয়। (২) প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে ওই সংখ্যা ৩০ থেকে ৫০-এর মধ্যে রাখা হয়। (৩) মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়। এইভাবে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবি স্বীকৃত হয়।
মর্লে-মিন্টো সংস্কার আইনের গুরুত্ব
[1] বেসরকারি সদস্য বৃদ্ধি: মলে-মিন্টো আইনের দ্বারাই ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে প্রথম বেসরকারি সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়। এর দ্বারা ভারতে প্রগতিশীল শ্রেণি সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণের সুযোগ পায় ।
[2] শাসনবিভাগে অংশগ্রহণ: মর্লে-মিন্টো আইনের দ্বারা বড়োলাটের শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য গ্রহণ করা হয়। এর ফলে সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয়।
[3] স্বায়ত্তশাসনের সোপান: ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ভিত্তি প্রতিষ্ঠা করে মর্লে-মিন্টো আইন। ব্রিটেনের সাংসদ হেনরি কটন এই আইনকে ভারতে স্বায়ত্ত্বশাসন প্রবর্তনের লক্ষ্যে একটি ধীর পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
[4] অহিনের শাসন: ব্রিটিশ শাসন প্রবর্তনের আগে ভারতে মোগল যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে স্বৈরতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, তার পরিবর্তে মর্লে-মিন্টো সংস্কার আইন ভারতে সাংবিধানিক রীতিনীতির প্রচলন ও আইনের শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করে।
মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হওয়ার পর রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। এই আইনে মুসলিমদের আলাদা নির্বাচন অধিকার দান করায় দ্বিজাতিতত্ত্ব প্রকাশ পায়। তাই গান্ধিজি গভীর দুঃখের সঙ্গে জানান— মর্লে-মিন্টো আইন ভারতবাসীর পক্ষে মৃত্যুশেলের কাজ করেছে (The Moreley Minto reforms have been our undoing) | জওহরলালও এই আলাদা নির্বাচন ব্যবস্থার তীব্র নিন্দা করেন। মর্লে-মিন্টো আইনের প্রতি ক্ষোভ প্রকাশ করে লাহোর কংগ্রেসের (১৯০৯ খ্রি.) সভাপতির ভাষণে মদনমোহন মালব্য বলেন—এই আইনে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন