সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মর্লে মিন্টো সংস্কার আইন 1909 খ্রিস্টাব্দ – ভারতীয় কাউন্সিল অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো।

সূচনা: বঙ্গভঙ্গের পরে ভারতীয় রাজনীতিতে চরমপন্থা ও সশস্ত্র বৈপ্লবিক ধারার উদ্ভব ঘটলে ব্রিটিশ বিভিন্নভাবে ভারতীয়দের সঙ্গে আপস মীমাংসার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই সূত্রেই ভারত-সচিব জন মর্গে এবং বড়োলাট মিন্টো ভারতের শাসনতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে যে সংস্কার আইন প্রবর্তন করেন (১৯০৯ খ্রি.) তা মর্লে- মিন্টো শাসন সংস্কার বা ১৯০৯ খ্রিস্টাব্দের কাউন্সিল আইন নামে পরিচিত। এই শাসনসংস্কার নীতির দ্বারা ব্রিটিশ হিন্দু-মুসলিম বিভেদনীতিকে কাজে লাগিয়ে জাতীয় আন্দোলনের প্রসার রোধ করতে চেয়েছিল।

আইন প্রবর্তনের কারণ

এই শাসনসংস্কার আইনটির পটভূমি বিশ্লেষণে দেখা যায় — (১) ১৯০৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরটি অধিবেশনে নরমপন্থী বা মডারেটদের পাশাপাশি চরমপন্থী বা এক্সট্রিমিস্টদের উদ্ভব ঘটে। এই দ্বন্দ্বকে কাজে লাগানোর সুযোগ পায় ব্রিটিশ। (২) সশস্ত্র বিপ্লবী ভাবধারায় উদ্‌বুদ্ধ হয়ে বাংলা ও মহারাষ্ট্রে গোপন বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা ও প্রকাশ্যে রাজনৈতিক হত্যার ঘটনা শুরু হয়, যা ব্রিটিশের কাছে ছিল সন্ত্রাসবাদ। (৩) আগাগোড়াই মুসলিম নেতারা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেছিল বা জাতীয় কংগ্রেস থেকে দূরে সরেছিল। ১৯০৬ খ্রি. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় এবং তারা পৃথক নির্বাচনের দাবি জানায়। তারা ব্রিটিশের কাছ থেকে কিছু সুযোগসুবিধা পাওয়ার আশায় দিন গুণছিল। (৪) ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লিগের প্রতিষ্ঠা হলে আগা খাঁর নেতৃত্বে ৩৫ জনের একটি মুসলিম প্রতিনিধি দল বড়োলাট মিন্টোর সঙ্গে দেখা করে আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চবোল্ড- এর লেখা এক স্মারকলিপি জমা দেন ও মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের অধিকারসহ বেশ কিছু সুযোগসুবিধার দাবি জানান। অপরদিকে ভারতবাসীর স্বায়ত্তশাসনের দাবি ক্রমশ উত্তাল হয়ে উঠতে শুরু করলে ব্রিটিশ মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তন করে।

আইনের শর্তাবলি

১৯০৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত মর্লে-মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলির দুটি দিক ছিল। যথা—কার্যনির্বাহক পরিষদ এবং আইন পরিষদ।

[1] কার্যনির্বাহক পরিষদ : মর্লে-মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইনে কেন্দ্রে এবং বিভিন্ন প্রদেশে কার্যনির্বাহক পরিষদ গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়।

i. কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ: এই আইন অনুসারে কেন্দ্রে বড়োলাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই হিসেবে প্রথম ভারতীয় সদস্য হিসেবে নিযুক্ত হন সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।

ii. প্রাদেশিক কার্য নির্বাহক পরিষদ: মলে-মিন্টো শাসনতান্ত্রিক সংস্কার আইন অনুসারে প্রতিটি প্রাদেশিক পরিষদেও একজন করে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রভৃতি প্রদেশের গভর্নরের কার্যনির্বাহক পরিষদের সদস্য সংখ্যা ১ থেকে বাড়িয়ে ৪ জন করা হয়। কিন্তু বিষয়টি বাধ্যতামূলক ছিল না। রাজা কিশোরীলাল গোস্বামীকে বাংলার কার্যনির্বাহক পরিষদের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।

[2] আইন পরিষদ: মর্লে-মিন্টো আইনের দ্বারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের গঠন ও ক্ষমতার বিষয়ে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়।

i. কেন্দ্রীয় আইন পরিষদ : কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৬০ জন করা হয়। এই আইন পরিষদ বাজেট তৈরি, বাজেট পাস, বাজেট সম্পর্কে আলোচনা, ভোটদানের অধিকার এবং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা পায়। কেন্দ্রীয় আইন পরিষদে মুসলিম সম্প্রদায়কে আলাদাভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়।

ii. প্রাদেশিক আইন পরিষদ: প্রাদেশিক আইন পরিষদগুলির সদস্য সংখ্যা ৩০ থেকে ৫০-এর মধ্যে রাখা এবং নির্বাচিত সদস্য সংখ্যার তুলনায় মনোনীত সদস্যদের সংখ্যা সর্বদা বেশি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিষদগুলিও বাজেট তৈরি, বাজেট পাস, বাজেট সম্পর্কে আলোচনা ও ভোটদানের অধিকার পায়। গভর্নর- জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণ তাঁদের অপছন্দের যে-কোনো সদস্যকে আইন পরিষদ থেকে অপসারণের অধিকার পান।

আইনের বৈশিষ্ট্য

মর্লে-মিন্টো সংস্কার আইনের দুটি অংশ ছিল—

[1] কার্যনির্বাহক পরিষদ : এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট ছিল — (১) বড়োলাটের কার্যনির্বাহক পরিষদে একজন ভারতীয় স্থান পান। তিনি হলেন রায়পুরের জমিদার ব্যারিস্টার সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। তিনি বড়োলাটের আইন সচিব নিযুক্ত হন। (২) এ ছাড়াও মাদ্রাজ ও বোম্বাইয়ের কার্যনির্বাহক পরিষদের সদস্যসংখ্যা বৃদ্ধি করে ২থেকে ৪ করা হয়। (৩) বাংলার ছোটোলাটের জন্যও তৈরি হয় একটি কার্যনির্বাহক পরিষদ, যাতে স্থান পান শ্রীরামপুরের জমিদার রাজা কিশোরীলাল গোস্বামী।

[2] আইন পরিষদ : কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় আইন পরিষদেই পরিবর্তন আনা হয়। (১)কেন্দ্রীয় পরিষদে সদস্যসংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৬০ করা হয়। (২) প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে ওই সংখ্যা ৩০ থেকে ৫০-এর মধ্যে রাখা হয়। (৩) মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয়। এইভাবে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবি স্বীকৃত হয়।

মর্লে-মিন্টো সংস্কার আইনের গুরুত্ব

[1] বেসরকারি সদস্য বৃদ্ধি: মলে-মিন্টো আইনের দ্বারাই ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিতে প্রথম বেসরকারি সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়। এর দ্বারা ভারতে প্রগতিশীল শ্রেণি সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণের সুযোগ পায় ।

[2] শাসনবিভাগে অংশগ্রহণ: মর্লে-মিন্টো আইনের দ্বারা বড়োলাটের শাসন পরিষদে একজন ভারতীয় সদস্য গ্রহণ করা হয়। এর ফলে সরকারি প্রশাসনে ভারতীয়দের যুক্ত করার ব্যবস্থা করা হয়। 

[3] স্বায়ত্তশাসনের সোপান: ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ভিত্তি প্রতিষ্ঠা করে মর্লে-মিন্টো আইন। ব্রিটেনের সাংসদ হেনরি কটন এই আইনকে ভারতে স্বায়ত্ত্বশাসন প্রবর্তনের লক্ষ্যে একটি ধীর পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

[4] অহিনের শাসন: ব্রিটিশ শাসন প্রবর্তনের আগে ভারতে মোগল যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে স্বৈরতান্ত্রিক শাসন প্রচলিত ছিল, তার পরিবর্তে মর্লে-মিন্টো সংস্কার আইন ভারতে সাংবিধানিক রীতিনীতির প্রচলন ও আইনের শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করে।

ভারতবাসীর প্রতিক্রিয়া 

মর্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হওয়ার পর রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। এই আইনে মুসলিমদের আলাদা নির্বাচন অধিকার দান করায় দ্বিজাতিতত্ত্ব প্রকাশ পায়। তাই গান্ধিজি গভীর দুঃখের সঙ্গে জানান— মর্লে-মিন্টো আইন ভারতবাসীর পক্ষে মৃত্যুশেলের কাজ করেছে (The Moreley Minto reforms have been our undoing) | জওহরলালও এই আলাদা নির্বাচন ব্যবস্থার তীব্র নিন্দা করেন। মর্লে-মিন্টো আইনের প্রতি ক্ষোভ প্রকাশ করে লাহোর কংগ্রেসের (১৯০৯ খ্রি.) সভাপতির ভাষণে মদনমোহন মালব্য বলেন—এই আইনে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

সমালোচনা

মলে-মিন্টো সংস্কার আইন শেষপর্যন্ত সফল হয়নি। (১) জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে কোনো ক্ষমতাই ছিল না। এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার ভারতে কোনো দায়িত্বশীল শাসনব্যবস্থা স্থাপন করতে পারেনি। (২) মুসলিম সম্প্রদায়ের আলাদা নির্বাচনব্যবস্থা সাম্প্রদায়িকতার পথকেই প্রশস্ত করেছিল। (৩) প্রাদেশিক শাসনকার্য সংরক্ষিত ও হস্তান্তরিত—এই দুই ভাগে ভাগ হওয়ায় একদিকে ক্ষমতাহীন দায়িত্ব ও অপরদিকে দায়িত্বহীন ক্ষমতা অর্পিত হয়েছিল। (৪) সকল ক্ষমতার অধিকারী ছিলেন বড়োলাট।

উপসংহার: ভারতবাসী এতদিন ধরে ব্রিটিশ সরকারের কাছে এক দায়িত্বশীল নির্বাচিত স্বশাসিত সরকারের আশা করে আসছিল। মর্লে-মিন্টো আইন তাদের সে প্রত্যাশা পূরণ না করলেও এই আইনের মাধ্যমে ভবিষ্যতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সোপান রচিত হয়েছিল। তাই এই আইনের প্রশংসা করে পার্সিভাল স্পিয়ার বলেছেন—ভারতের স্বায়ত্তশাসন লাভের ক্ষেত্রে ১৯০৯ খ্রিস্টাব্দের আইন ছিল একটি প্রধান দিক চিহ্ন।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল ? ক্রিপস মিশনের প্রস্তাব‌ গুলি কী ছিল ? এক্ষেত্রে ভারতীয়দের কী প্রতিক্রিয়া হয়েছিল ?

সূচনা : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ব্রিটিশ সরকার ভারতবাসীর আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে। যদিও কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, ফলে এক রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে (১৯৪২ খ্রি.) ও এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস্ প্রস্তাব সম্পর্কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন—আমাদের সততা প্রমাণের জন্যই ক্রিপস মিশন অপরিহার্য ('The Cripps Mission is indispensable to prove our honesty of purpose') ! পটভূমি / কারণ    ক্রিপস্ মিশনের ভারতে আসার পটভূমি বা কারণগুলি হলো –  [1] জাপানি আক্রমণ প্রতিরোধ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন (১৯৪১ খ্রি., ৭ ডিসেম্বর) জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্লহারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করলে বিশ্ব রাজনীতিতে এক গুরুতর পরিবর্তন ঘটে। একে একে ফিলিপাইন, ইন্দোচিন, ইন্দোনেশিয়া, মালয় ও ব্রহ্মদেশ বিধ্বস্ত করে (১৯৪২ খ্রিস্টাব্দের ৮ মার্চ) জাপান ভারতের নিকটে এসে হাজ...

মার্কেন্টাইল বাদ কি ? এর বৈশিষ্ট্য গুলি কি কি ?

মার্কেন্টাইলবাদ মার্কেন্টাইল বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডম স্মিথ তার লেখা বিখ্যাত গ্রন্থ “ওয়েল্থ্ অব নেশনস' (Wealth of Nations)- এ ‘মার্কেন্টাইলবাদ' (Mercantilism) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। মার্কেন্টাইলবাদীদের ধারণায় পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমিত। এই মতবাদের মূল কথা হল সংরক্ষণবাদী অর্থনীতি অনুযায়ী বলা হয় এই মতবাদ মেনে বিদেশি পণ্য আমদানি কমানোর জন্য আমদানি শুল্ক বাড়ানো হত। এই মতবাদের মূল লক্ষ্য হল দেশ স্বনির্ভর ও সমৃদ্ধশালী করে তোলার জন্য নিজ দেশের সোনা রুপোর মতো মূল্যবান ধাতুর সঞ্চয় বাড়ানো। মূল বক্তব্যসমূহ বা বৈশিষ্ট্যসমূহ আর্থিক জাতীয়তাবাদ: ষোলো থেকে আঠারো শতকে ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতি রাষ্ট্রের অধীনে আসে। অর্থাৎ রাষ্ট্র অর্থনীতির মূল নিয়ন্ত্রক হয়ে ওঠে। বণিকদের স্বার্থে গড়ে ওঠা গিল্ডগুলির বদলে রাষ্ট্র বণিক ও বাণিজ্য বিষয়গুলির দেখাশোনা শুরু করে। রাষ্ট্রের স্বার্থের সঙ্গে বণিক ও উৎপাদকের স্বার্থকে এক দৃষ্টিতে দেখা শুরু হয়। ফলে জাতীয়তাবাদী স্বার্থরক্ষার উদ্দেশ্যে অর্থনীতি পরিচালিত হতে শুধু করে, যার নাম হয় অর্থনৈতিক জাতীয়তাবাদ। মূল্যবান ধাতুর ওপর গু...

ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝ ?

ম্যানর ব্যবস্থা        সামন্ততন্ত্রের ভিতর থেকে তার আবশ্যিক অঙ্গ হিসাবে ম্যানর প্রথার বিকাশ ঘটেছিল। ম্যানর প্রথা প্রকৃতপক্ষে সামন্তযুগের কৃষিভিত্তিক সমাজে একটি অর্থনৈতিক সংগঠন, একে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয়। ম্যানর প্রথা অনেক সময় সিনোরীয় প্রথা নামেও পরিচিত। মূলত সামন্ততন্ত্রে ভূস্বামী কর্তৃক কৃষক শোষণের যে পরিকাঠামো গড়ে উঠেছিল ম্যানর প্রথা ছিল তারই সাংগঠনিক ভিত্তি। সামন্তপ্রভু এবং ম্যানরে বসবাসকারী শ্রমজীবী মানুষের খাদ্যের জোগান আসত ম্যানর থেকে।        ম্যানরের অভ্যন্তরীণ কাঠামো ছিল বৈচিত্র্যপূর্ণ। একটি ম্যানরের জমিকে দুইভাগে ভাগ করা হত—(1) সামন্তপ্রভুর খাস জমি বা ডিমেইনে, (2) স্বাধীনস্বত্বসম্পন্ন জমি বা ভিলেইন। এই জমির মাধ্যমে কৃষক সামন্তপ্রভুর সঙ্গে একটি অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ থাকত। সামন্ততন্ত্রের মতো ম্যানর প্রথার উৎস রয়েছে প্রাচীন রোমান ও জার্মানদের স্থানীয় সংগঠনের মধ্যে। ম্যানর প্রথার প্রধান শক্তি ছিল ভূমিদাস। এই ভূমিদাসরা আক্রমণকারী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে ভূমিদাসে রূপান্তরিত হয়। ...